GSP ও এর শর্তাবলী কি কি?
GSP ও এর শর্তাবলী কি কি? |
GSP এর শর্তাবলী:
১। একটি নির্দিষ্ট দেশ হতে কাপড় আমদানি করে পোশাক তৈরী করে ঐ দেশেই রপ্তানী করতে হবে । অন্য দেশে রপ্তানী করা যাবেনা । আমদানিকৃত কাপড় দেশীয় বাজারে বিক্রি করা যাবে না ।২। তৈরীকৃত পোশাক নিজ দেশে বাজারজাত করা যাবে না ।
৩। নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক তৈরী করে তা নির্দিষ্ট সময়ের মধ্যেই রপ্তানী করতে হবে ।
৪। শ্রমিকদের সুযোগ সুবিধা প্রদান করতে হবে ।
৫। আমদানিকরক কর্তৃক প্রেরিত Trimmings পোশাকে সংযোজন করতে হবে ইত্যাদি ।
আরও পড়ুনঃ
➤ নিজেকে তৈরী করবেন যেভাবে
➤ ইন্টার্নিতে কিছুটা হলেও শেখা দরকার
➤ টেক্সটাইল এ মেজর সাবজেক্ট নিয়ে বিভ্রান্তি
➤ মসলিন শিল্পের ইতিহাস
➤ বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন বিভাগ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা
➤ টেক্সটাইলে জব এগ্রিমেন্ট করবো কি না
➤ টেক্সটাইল উদ্যোক্তা হওয়ার উপায়
➤ মেয়েদের জন্য পেশা হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং