কোয়ালিটি কি?
কোয়ালিটি (Quality) শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর (Inspector) শব্দের অর্থ পরিদর্শক। সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টর শব্দের অর্থ মান পরিদর্শক। পোশাকের মান যাচাই ও নির্ণয় কারীকেই কোয়ালিটি ইন্সপেক্টর বলে। একে সংক্ষেপে কিউ.আই. (Q.I.) বলা হয়।
কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি কি? |
কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি কি?
- নতুন কোন স্টাইল এর কাজ লাইনে আসার আগে সেই স্টাইলের সমস্ত কাগজপত্র, সোয়াচ, স্যাম্পল বুঝে নিয়ে তার কোয়ালিটি ইন্সপেকশন করা। এবং একটি তৈরী প্রোডাক্টের গুণগত মান চেক করে নিয়মিত প্রসেসিং রিপোর্ট করা।
- অলটার খুঁজে বের করা এবং ঠিক করার জন্য সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবগত করা।
- লাইনে কাজ করতে কোন সমস্যা হলে সাথে সাথে কোয়ালিটি কন্ট্রোলার/সুপারভাইজারকে জানানো।
- লাইনে যদি কোন প্রসেসে অল্টার বেশী হয়, তবে সে ব্যপারে কোয়ালিটি কন্ট্রোলারকে জানানো এবং তার নির্দেশ মোতাবেক কাজ করা। প্রতিদিন কাজের শেষে সমস্ত কাজের রিপোর্ট করা। নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
Related Tag:
কোয়ালিটি ইন্সপেক্টর এর বেতন কত
গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর প্রশ্ন
কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি
কোয়ালিটি এর কাজ
লাইন কোয়ালিটি কাজ কি
সুইং কোয়ালিটি কাজ কি
কোয়ালিটি ইন্সপেক্টর কি
কোয়ালিটি অর্থ কি