গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর

গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর


গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর
গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন :- কোয়ালিটি ইন্সপেক্টর বলতে কী বুঝ?

উত্তর :- ইন্সপেক্টর অর্থ অর্থ হচ্ছে পরিদর্শক। তাই কোয়ালিটি ইন্সপেক্টর মানে গুণগতমান পরিদর্শক।

প্রশ্ন :- কোয়ালিটি বলতে কী বুঝ?

উত্তর :- কোয়ালিটি হলো গুণগত মানকে বুঝায়।

প্রশ্ন :- গার্মেন্টস কোয়ালিটি কাজ কি?

উত্তর :- গার্মেন্টসে তৈরিকৃত পণ্যের গুণগত মান ঠিক রাখা।

প্রশ্ন :- এসপিআই (SPI) মানে কি?

উত্তর :- স্টিজ পার মিনিট (Stitch per minute)

প্রশ্ন :- গার্মেন্টস বলতে কী বোঝায়?

উত্তর :- সাধারণত গার্মেন্টস বলতে ‘পোশাক‘ বুঝায়।

প্রশ্ন :- গার্মেন্টস ডিফেক্ট কত প্রকার?

উত্তর :- ডিফেক্ট তিন প্রকার হয় :-

  • major problem (সাধারনত বড় ধরনের সমস্যা কে বুঝায়)
  • minor problem (সাধারনত ছোট ধরনের সমস্যা কে বুঝায়‌)
  • critical problem (সাধারণত খুব বড় ধরনের সমস্যা কে বুঝায়)
কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন :- ব্রকেন স্টিচ কি?

উত্তর :- সেলাই করার সময় কোন একটি স্টিচ কেটে গেলে ব্রকেন স্টিচ বলা হয়।

প্রশ্ন :- প্লিট বলতে কী বুঝ?

উত্তর :- সেলাই করার সময় যদি কুচি পরে তাহলে তাকে প্লিট বলা হয়।

প্রশ্ন :- স্কিপ স্টিচ কি?

উত্তর :- সেলাই করার সময় যদি কোন একটি স্ট্রিচ না উঠে পরবর্তী স্টিচ ওঠে তাহলে যেই স্টিচ উঠে নাই তাকে স্কিপ স্টিচ বলা হয়।

প্রশ্ন :- সুইং বা সেলাই কি?

উত্তর :- সাধারণত সুইং বলতে দুইটি বন্ধনীর জোড়াকে বোঝায়।


Related Tag:

গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ কোয়ালিটি কাকে বলে গার্মেন্টস কোয়ালিটি বই pdf
গার্মেন্টস চাকরি কোয়ালিটি গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ
কোয়ালিটি কাজ কি কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি গার্মেন্টস কোয়ালিটি বেতন কাটিং কত প্রকার গার্মেন্টস কাটিং সূত্র কোয়ালিটি এক্সিকিউটিভ এর কাজ কি কাটিং কোয়ালিটি প্রশ্ন ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার এর কাজ কি গার্মেন্টস কাটিং এর কাজ গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার এর দায়িত্ব ও কর্তব্য গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর কাজ কি


আরও পরুন:

➤ কাটিং / Cutting কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি
➤ ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে
➤ ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য
➤ গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর
➤ গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?
➤ Sewing defects কত প্রকার ও কি কি?
➤ কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি কি?
➤ কোয়ালিটি কত প্রকার? কোয়ালিটি কন্ট্রোল কেন গুরত্বপূর্ণ?
➤ কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
➤ QA ও QC এর পার্থক্য কি ?

Post a Comment

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form