গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর
গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর |
প্রশ্ন :- কোয়ালিটি ইন্সপেক্টর বলতে কী বুঝ?
উত্তর :- ইন্সপেক্টর অর্থ অর্থ হচ্ছে পরিদর্শক। তাই কোয়ালিটি ইন্সপেক্টর মানে গুণগতমান পরিদর্শক।
প্রশ্ন :- কোয়ালিটি বলতে কী বুঝ?
উত্তর :- কোয়ালিটি হলো গুণগত মানকে বুঝায়।
প্রশ্ন :- গার্মেন্টস কোয়ালিটি কাজ কি?
উত্তর :- গার্মেন্টসে তৈরিকৃত পণ্যের গুণগত মান ঠিক রাখা।
প্রশ্ন :- এসপিআই (SPI) মানে কি?
উত্তর :- স্টিজ পার মিনিট (Stitch per minute)
প্রশ্ন :- গার্মেন্টস বলতে কী বোঝায়?
উত্তর :- সাধারণত গার্মেন্টস বলতে ‘পোশাক‘ বুঝায়।
প্রশ্ন :- গার্মেন্টস ডিফেক্ট কত প্রকার?
উত্তর :- ডিফেক্ট তিন প্রকার হয় :-
- major problem (সাধারনত বড় ধরনের সমস্যা কে বুঝায়)
- minor problem (সাধারনত ছোট ধরনের সমস্যা কে বুঝায়)
- critical problem (সাধারণত খুব বড় ধরনের সমস্যা কে বুঝায়)
কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন :- ব্রকেন স্টিচ কি?
উত্তর :- সেলাই করার সময় কোন একটি স্টিচ কেটে গেলে ব্রকেন স্টিচ বলা হয়।
প্রশ্ন :- প্লিট বলতে কী বুঝ?
উত্তর :- সেলাই করার সময় যদি কুচি পরে তাহলে তাকে প্লিট বলা হয়।
প্রশ্ন :- স্কিপ স্টিচ কি?
উত্তর :- সেলাই করার সময় যদি কোন একটি স্ট্রিচ না উঠে পরবর্তী স্টিচ ওঠে তাহলে যেই স্টিচ উঠে নাই তাকে স্কিপ স্টিচ বলা হয়।
প্রশ্ন :- সুইং বা সেলাই কি?
উত্তর :- সাধারণত সুইং বলতে দুইটি বন্ধনীর জোড়াকে বোঝায়।