ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য

ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য

ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য
ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য

সুপারভাইজার কি?

একজন সুপারভাইজার ফ্রন্টলাইন ব্যবস্থাপনায় পরিচালনা করেন যার মধ্যে রয়েছে তার তত্ত্বাবধানে কর্মচারীদের কার্যক্রম ও পারফরম্যান্সগুলি নজরদারি করা। তিনি প্রত্যেকটি কর্মচারীর কাজের দায়িত্ব নিযুক্ত করার জন্য অনুমোদিত, ১টি নির্দিষ্ট সময়রেখা লক্ষ্যমাত্রা পৌঁছানোর তাদের কাজের তত্ত্বাবধান সর্বশ্রেষ্ঠ দায়িত্ব সঙ্গে; ও তারা কেমন করে এটা পরীক্ষা করে ও তারা এটি করার জন্য উত্পাদনশীল হয়ে ওঠে

সুপারভাইজার এর বেতন কত?


সুপারভাইজার এর কাজ হচ্ছে সুপারভাইস করা।অপারেটর ও হেলপারের কাজ নোটিশ শোনা করে থাকেন সুপারভাইজার। কাজের হিসাব নিকাশ রাখেন সুপারভাইজার ১৩ দিনে কয়েকটি অপারেটর এবং হেলপার কাজ করেন।বিভিন্ন বিভাগে সুপারভাইজারের রাস্তা রয়েছে গার্মেন্টসে যেমন জুনিয়র বা সিনিয়র সুপারভাইজার সুইং সুপারভাইজার কাটিং সুপারভাইজার ফিনিশিং সুপারভাইজার। সুপারভাইজার এর বেতন ১২ হাজার হতে ১৮ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

সুপারভাইজার এর কাজ কি কি:


উচ্চ ব্যবস্থাপনার মাধ্যমে সৃষ্ট কর্মের পরিকল্পনা বাস্তবায়ন
কর্মচারীদের কাজের দায়িত্ব অর্পণ করা
কর্মচারীদের নৈপুন্যতা মান্য করা  তাদের ভাল করার জন্য প্রেরণা প্রদান করা
সিদ্ধান্তগুলি তৈরি করা কর্মচারীদের অভিযোগগুলি তাদের কাজের সাথে সম্পর্কিত
কাজ করার জন্য বিভিন্ন ইম্পোর্টেন্ট বিভাগের সাথে সমন্বয় সাধন
ম্যাট্রিক্স রেডি করা  সহযোগীদের কর্মশালার জন্য রিপোর্ট রেডি করা
কর্মচারীদের বেতন সম্পর্কিত বিষয়গুলি সিলেক্ট করা

গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?

বেশিরভাগ সময়, সুপারভাইজারগুলি হলো যারা র্যাঙ্ক এবং ফাইলের কর্মচারী হিসেবে কাজ শুরু করে  পরিশেষে তারা যেখানে থেকে আগত সে বিভাগের তত্ত্বাবধানে প্রচারিত হয়। প্রচারের আগে, তারা এরূপ লোক যারা অপরের সাথে সম্পৃক্ত। তারা হাতে তাদের কাজ ভাল প্রদান এবং সাধারণত তাদের চেয়ে প্রার্থনা করা হয় কিছুর চেয়ে আরও বেশি কিছু করা হয়, এইভাবে তাদের অগ্রগতি প্রাপ্য।


ফিনিশিং সুপারভাইজার এর কাজ কি কি:


ফিনিশিং এরিয়াতে কজের তদারকি করা

ফিনিশিং সেকশনে কর্মরত সকল আয়রনম্যান, ফোল্ডিংম্যান, পলিম্যান 
এবং প্যাকিংম্যান এর কাজ রেগুলার তদারকি করা  ফিনিশিং ইন-চার্জকে রেগুলার রিপোর্ট করা
আয়রণের 
কোয়ালিটি দেখা।
পলি প্যাক / টেগপিন / স্কচটেপ ভালভাবে 
আঁটা রয়েছে কিনা তা দেখা।
অলটার , রিজেক্ট আলাদা করে রাখা।

কার্টনের 
গুণগতমান দেখা।
প্যাকিং সেকশনে যাওয়ার পূর্বে লেবেল, হ্যান্ড ট্যাগ 
এবং ফোল্ডিং রয়েছে কিনা নিশ্চিত হয়ে নিতে হবে।
অধীনস্ত সকলের সার্বক্ষনিক 
সিকিউরিটি আয়োজন পর্যবেক্ষন করতে হবে।
ফিনিশিং এরিয়ার পরিচ্ছন্নতা 
নিশ্চিত করার জন্য হবে।
অধীনস্তদের চাহিদাকৃত 
সুযোগ অ্যাডভান্টেজ আন্তরিকভাবে উপলব্ধি করে তাদের ন্যায়সঙ্গত সুবিধাদি প্রদানের আয়োজন করতে হবে।
ফিনিশিং সুপারভাইজার এর কাজের দায়িত 
এবং কর্তব্য এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
পলিকৃত 
বস্ত্রে যেন পোকা / ডাষ্ট ইত্যাদি না ঢুকে সেদিকে নিদ্রাহীন দৃষ্টি রাখা ক্ষেত্রে ফিনিশিং সুপারভাইজারের জবাব দিহিতা রয়েছে।

গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর

ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার দায়িত্বসমুহ কি কি 



কোয়ালিটি কন্টোলার  গুণগতমান ইনচার্জ এর কাজের রেসপন্সিবিলিটি  উচিত -এর নিয়ম-কানুনগুলো যেন ভালভাবে মেনে চলা
আয়রণ, ফোল্ডিং 
 পলি সঠিকভাবে হচেছ কিনা তা পর্যবেক্ষণ করা
ফিনিশিং সেকশনের সকল কাজে 
গুণগতমান নির্ভুল রয়েছে কিনা পর্যবেক্ষন করা।
বায়ার এর 
নির্দেশ মোতাবেক তার মালের সংখ্যা নির্ভুল রেখে সকল মালামাল রপ্তানি করার উপযুক্ত আছে কিনা শিওর হয়ে তা রপ্তানির জন্য রেডি রাখা।
কোথায় কোন 
গুণগতমান ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারন করে দিতে হবে।
ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর এর রেসপন্সিবিলিটি  উচিত কি?
হ্যাংট্যাগ (Hang tag), পলি (Poly) 
এবং অন্যান্য এক্সেসরিজ সোয়াচ বোর্ড অনুসারে ঠিক বিদ্যমান কি না তা চেক করা।
গার্মেন্টস এর ইনসাইড 
 আউট সাইড চেক করা।
ফাইভ পয়েন্টস এর ব্যালেন্সিং চেক করা।

ডিফেক্ট 
সম্মন্ধে সুপারভাইজারকে পরিচিত করা।
ডিফেক্ট গার্মেন্টসগুলোর রেকর্ড রাখা 
এবং রিপোর্ট তৈরী করা।  সংশিষ্ট সুপারভাইজারকে অবহিত করা।
গার্মেন্টসের আয়রন, গেট আপ, মেজারম্যান্ট 
 ফোল্ডিং নির্ভুল আছে কি না তা চেক করা।
ডিফেক্ট সনাক্ত করা 
এবং রিপেয়ার করানো।ও লাইন কোয়ালিটি ইন্সপেক্টর  সুপারভাইজারকে বলা যাতে ডিফেক্ট সহজে প্রতিরোধ করার জন্য পারে। 



শেষ কথা

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নিউ নতুন বিষয় আর্টিকেল লেখার। এজন্য আপনারা যারা আপডেট কোনো ব্যপার সম্পর্কে জানতে চান তারা দিন দিন আমার সাইটকে ভিজিট করতে পারেন।

Related Tag:

গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ কোয়ালিটি কাকে বলে গার্মেন্টস কোয়ালিটি বই pdf
গার্মেন্টস চাকরি কোয়ালিটি গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ
কোয়ালিটি কাজ কি কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি গার্মেন্টস কোয়ালিটি বেতন কাটিং কত প্রকার গার্মেন্টস কাটিং সূত্র কোয়ালিটি এক্সিকিউটিভ এর কাজ কি কাটিং কোয়ালিটি প্রশ্ন ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার এর কাজ কি গার্মেন্টস কাটিং এর কাজ গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার এর দায়িত্ব ও কর্তব্য গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর কাজ কি

আরও পরুন:

➤ কাটিং / Cutting কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি
➤ ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে
➤ ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য
➤ গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর
➤ গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?
➤ Sewing defects কত প্রকার ও কি কি?
➤ কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি কি?
➤ কোয়ালিটি কত প্রকার? কোয়ালিটি কন্ট্রোল কেন গুরত্বপূর্ণ?
➤ কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
➤ QA ও QC এর পার্থক্য কি 

1 Comments

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form