কাটিং কোয়ালিটির কাজ কি /কাটিং কোয়ালিটি প্রসিডিউর
কাটিং সেকশন এর সর্ব ১ম ধাপ হলো ফেব্রিক রিলাক্সেশন। নিশ্চয়ই ফেব্রিককে রিলাক্সেশন করে নিতে হবে। তারপরে ফেব্রিক কে চেক করার জন্য হবে যে ফেব্রিক এর মধ্যে কোন ত্রুটি অর্থাৎ সুতা নেই, ছিড়া, নানারকম ধরনের ভুল থেকে যেতে পারে। এই গুলো চেক করে কাপড় কে স্প্রেডিং করা। ফেব্রিক্স স্প্রেডিং এই যাতে কোন ধরনের দোষ না হয় সে ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখা। স্প্রেডিং করার পর সে কাপড়কে আমাদের লে বা প্লাই এর মধ্যে কনভার্ট করে নিতে হবে ।
গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?
তারপরে কাপড়ের উপর আমাদের তৈরি করা প্যাটার্ন বসিয়ে মার্কার করা শুরু করতে হবে । মার্কার করার সময় অবশ্যই বেশ ভালো হবে খেয়াল রাখতে হবে যেন ভাল হয়। মার্কার করার পরে চিহ্নিত জাইগাই ফেব্রিক কাটিং করে ফেলা। এরপর কাটিংকৃত ফেব্রিক এর মধ্যে নাম্বার বসানো এবং বান্ডিল করে ফেলা।
উপরোক্ত যে নিয়ম কানুন বা কাজের ধরন লেখা হয়েছে এই প্রসেসগুলোর মধ্যে যাতে কোন ত্রুটি না হয় সে বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখা আর যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সাথে উর্দ্ধতন অফিসারদের অবগত করা। এটাই হলো কাটিং কোয়ালিটির কাজ।
কাটিং / Cutting কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি |
কাটিং / Cutting কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি ?
কাটিং কোয়ালিটি সুপারভাইজার এর প্রধান কাজ হল নতুন কোন স্টাইল ইউনিটে আসলে স্টাইল, sample সোয়াচ, অথবা আপ্রুভ স্যাম্পল বুঝে নিয়ে তার অধীনস্ত কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে কাজ বুঝিয়ে দিবেন ও নিয়মিত তাদের কাজের তদারকি করবেন। কাটিং in charge এর দেওয়া সমস্থ কাজ এরা পালন করেফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য⦿ শেড চেক করে রিপোর্ট করা।
⦿ সম্পূর্ণ কাপড় ইন্সপেকশন করে রিপোর্ট করা।
⦿ মার্কার চেক ঠিক ভাবে করা রিপোর্ট করা।
⦿ কোয়ালিটি চেক করে রিপোর্ট করা।
⦿ কাটিং গুডস, কোয়ালিটি ইন্সপেকশন ও রিপোর্টিং সম্পূর্ণ করা ।
⦿ ফেব্রিকস এর ত্রুটি পেলে তা পর্যবেক্ষন করে রিপোর্ট করা।
⦿ বান্ডেল নাম্বারিং করা এবং কোয়ালিটি চেক করে রিপোর্টিং করা ।
⦿ যেকোনো যাইগাই কোন কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারন করে দিতে হবে।
⦿ কাটিং কোয়ালিটি সুপারভাইজার -এর নিয়ম-কানুনগুলো খুব ভালভাবে মেনে চলা