গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?

গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?


গার্মেন্টস শিল্পে কোয়ালিটির চাকরি নিতে গেলে অনেক প্রশ্ন করা হয় । আজ আমরা সেইসব প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানবো ।



গার্মেন্টস শিল্পে কোয়ালিটি চাকরি  ইন্টারভিউ
গার্মেন্টস শিল্পে কোয়ালিটি চাকরি  ইন্টারভিউ 
 



● কোয়ালিটি মানে কি ?
⏩ কোয়ালিটি মানে গুণগত মান বা গুণ ।

● Inspector মানে কি ?
⏩ Inspector মানে পরিদর্শক ।

তাহলে কোয়ালিটি ইন্সপেক্টর মানে হচ্ছে >> গুণগতমানের পরিদর্শক ।

● SPI কি ?
⏩  Stitch per inch (এক ইঞ্চিতে কয়টি সেলাই)

● Garments কি ?
⏩ Garments অর্থ  তৈরিকৃত পোষাক বা অ্যাপারেলস্ ।

● Aql এর full meaning কি ?
⏩ Acceptable quality lebel (গুণগত মানের গ্রহনযোগ্য অবস্থা)

● Cb এর full meaning কি ?
⏩ Centre back .

গার্মেন্টস কোয়ালিটি বই pdf 2023 | ফ্রি গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ গাইড

● Dtm এর full meaning কি ?
⏩ Dying to match (রঙের সাথে মিল থাকা)

● Gtm এর full meaning কি ?
⏩ Garments total management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।

● Hps এর full meaning কি ?
⏩ High point shoulder .

● Lps এর full meaning কি ?
⏩ Low point shoulder.

Defects and alter

● ডিফেক্ট (defect) কত প্রকার  ।
⏩ ৩ প্রকার । যথাঃ

১ . Major problem  ( বড় ধরনের সমস্যা ) ।
২ . Minor problem ( ছোট ধরনের সমস্যা ) ।
৩ . Critical problem  ( সুক্ষ ধরনের সমস্যা ) ।

কিছু অলটার

● ব্রকেন স্টিচঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।

● স্কিপ স্টিচঃ সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।

● প্লিটঃ সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুুঁচি পড়লে বলা হয় প্লিট

● ওপেন স্টিচঃ সেলাই এর সময় কিছু যায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।

● রয়েজ আউটঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়ার পর ভেতর থেকে কাঁচা বের হলে তাকে বলা হয় রয়েজ আউট।

● ইভেন জয়েন্ট স্টিচঃ দুই মাথার সেলাই এসে জয়েন্ট না মিললে বলা হয় আন ইভেন জয়েন্ট স্টিচ।

উপরোক্ত প্রবলেমগুলোই মেইন । এছাড়া বেশকিছু অলটার বা সমস্যার নাম নিচে দেয়া হলো।

ওভার স্টিচ, হাফ স্টিচ, স্পট, হোল, ড্যামেজ, বারটেক মিসিং, ফেব্রিক ফল্ট ।



ইঞ্চি টেপ সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন ও উত্তরঃ

🔺 একটি ইঞ্চি টেপে কত cm থাকে?
⏩ একটি ইঞ্চি টেপে ১৫০ cm থাকে ।

🔺 একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?
⏩ একটি ইঞ্চি টেপে 60 inch থাকে ।

🔺 একটি ইঞ্চি টেপ কত ফুট থাকে?
⏩ একটি ইঞ্চি টেপ ৫ ফুট থাকে

আরো কিছু প্রশ্ন ও উত্তর

🔺 ১০ mm সমান কত cm?
⏩ ১০ mm সমান 1cm.


🔺 ১ ইঞ্চি সমান কত সুতা?
⏩ ১ ইঞ্চিতে ৮ সুতা ।


🔺 ১ ইঞ্চি সমান কত cm?
⏩ ১ ইঞ্চি সমান 2.54 cm.

🔺 ১ মিটার সমান কত cm?
⏩ ১ মিটারে 100 cm.

🔺 ১ মিটার সমান কত ইঞ্চি?
⏩ ১ মিটারে 39.37 inch.

আজ এখানেই শেষ করছি । আবার হাজির হবো নতুন কোন তথ্য নিয়ে । ধন্যবাদ সবাইকে ।

Related Tag:

গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ
গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ
গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট PDF
গার্মেন্টস কোয়ালিটি পলিসি
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর
গার্মেন্টস কোয়ালিটি রিপোর্ট
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর
গার্মেন্টস কোয়ালিটি কত প্রকার
গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট
আধুনিক গার্মেন্টস গাইড
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন


আরও পরুন:

➤ কাটিং / Cutting কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি
➤ ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে
➤ ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য
➤ গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর
➤ গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?
➤ Sewing defects কত প্রকার ও কি কি?
➤ কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি কি?
➤ কোয়ালিটি কত প্রকার? কোয়ালিটি কন্ট্রোল কেন গুরত্বপূর্ণ?
➤ কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
➤ QA ও QC এর পার্থক্য কি ?

Post a Comment

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form