টেক্সটাইল ফিনিশিং কি ?
টেক্সটাইল ফিনিশিং হল এক প্রকারভেদ রাসায়নিক ও যান্ত্রিক উপায় যা বস্ত্র শিল্প থেকে প্রস্তুকৃত ওভেন বা নিট কাপড় গ্রাহকের হাতে পৌঁছানোর পূর্বে ব্যবহার করা হয়। অর্থাৎ ফ্যাক্টরি থেকে তৈরিকৃত কাপড়কে গ্রাহকের নিকট ইউজ সক্ষম করে গোড়ে তোলার প্রক্রিয়াই হল টেক্সটাইল ফিনিশিং।
ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে |
টেক্সটাইল ফিনিশিং কেন করা হই ?
- বস্ত্রের রঙ, প্যাটার্ন বেশি আকর্ষণীয় এবং দীপ্তিময় করে সৃষ্টি করার জন্য
- কাপড়ের টেকসই বৃদ্ধির জন্য এর গাঠনিক বৈশিষ্টে বদলানো নিয়ে আসে।
- কাপড় হাতে ধরার টাইম অনুভুতি ভাল হয়- যেমন, নরম, সতেজ ও শক্ত মনে হয়।
- কাপড় পরিধানে আরমে লাগে।
- কাপড় সহজে ধৌত করা যায় ও তারাতারি শুকিয়ে যায়।
- কাপড় ধোয়ার পর কুচকিয়ে যায়না বা কুচকে গেলেও এর মাত্রা কম হয়।
- কাপড়ের aesthetic value বৃদ্ধি পায় যার ফলে দেখতে রুচিসম্মত মনে হয়।
ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য
ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে ?
- সকল অপারেটর মাস্ক পরে থাকবেন।
- নিটিং নিডেল ও কাটার রশি দিয়ে বেধে রাখবেন।
- হ্যান্ড নিডেল ফোমের ভিতরে গেঁথে রাখবেন।
- সকল নিডেল ইস্যু রিসিভ রেজিষ্টারে শ্রমিকের সই নিয়ে ইস্যু করবেন ও হালনাগাদ করে রাখবেন।
- প্রয়োজনের এক্সট্রা নিডেল কোন অপারেটরের নিকট বা ফ্লোরে থাকবে না।
- ফিনিশিং সেকশনের সকল রেজিষ্টার আপডেট করে রাখবেন।
- ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ক্লিনারকে সহযোগীতা করবেন ও ফ্লোরে (হলুদ দাগের মাঝে) কোন মালামাল রাখবেন না।
- ফ্লোরে মুঠো ফোন ফোন ইউজ অফ রাখবেন।
- সকল সুপারভাইজার / ফায়ার এবং ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
- ফ্লোরে দৌড়াদৌড়ি করা, শীর্ষ স্বরে কথা জানানো বা হৈচৈ করবেন না।
- মার্কের মধ্যে বা হলুদ দাগ দেয়া চলাচলের রাস্তায় কোন মালামাল রাখার চেষ্টা করবেন না।
- ফাষ্ট এইড বক্সের নিচে কোন মালামাল রাখবেন না।
- ফায়ার এক্সটিংগুইসারের আস পাশে কোন মালামাল রাখবেন না।
- যে কোন বৈদ্যুতিক বক্সের নীচে কোন বান্ডেল, কার্টুন, গার্মেন্টস বা অন্য কোন কিছু রাখার চেষ্টা করবেন না।
ইন্টারভিউ দিতে যাচ্ছেন? আপনি কি প্রস্তুত? জেনে নিন কিছু টিপস
- স্কার্ফ, মাস্ক, হেন্ড গ্লোভস, এয়ার প্লাগ প্রভৃতি ব্যবহার করবেন।
- কোন প্রকার কার্টার, সিজার খোলা সিচুয়েশনে রাখা যাইবে না।
- নিটিং নিডেল, কার্টার, সিজার রশি বা ডষ্ট্রিংস দ্বারা বেঁধে রাখবেন।
- সুইং, ওভারলক ও জিপার সেকশনে আই গার্ড, নিডেল গার্ড, পুলি গার্ডের ইউজ নিশ্চিত করবেন।
- আয়রন সেকশনের সকল অপারেটর নিজ নিজ আয়রন মেশিনে কভার ব্যবহার করবেন।
- নিটিং সেকশনে মেশিনের ঊর্ধ্বে বা মেশিনের আশেপাশে কোন প্রকার ভাঙ্গা নিডেল বা এক্সট্রা নিডেল যেখানে সেখানে পড়ে থাকবে না।
- কোন প্রকার সমস্যা হলে তা জরুরী ভিত্তিতে এইচ আর,এডমিন এন্ড কমপ্লায়েন্স সেকশনে জানাতে হবে
- সকল সেকশনে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক টুল ইউজ করতে হবে।
- কাজ চলাকালীন টাইম ফ্লোরে মুঠো ফোন ফোন ব্যবহার করবেন না।
- ফ্লোরে ক্রেতা থাকাকালীন সকলে নিজ নিজ কাজে মনযোগী থাকবেন।
- সকাল ৮.০০ হইতে বিকাল ৫.০০ টা পর্যন্ত সাধারণ কাজ চলে। জরুরী শিপমেন্টের প্রয়োজনে ৫.০০ টা হইতে ৭.০০ টা পর্যন্ত কাজ করানো হয়।
- অতিরিক্ত কাজের জন্য বেসিকের বা আসল বেতনের দ্বিগুন হারে ওভার টাইম দেওয়া হয়।
- বেতন প্রতি মাসের প্রথম ৭ (সাত) কর্ম দিবসের ভিতরে প্রদান করা হয়। অনুপস্থিতি ব্যাতিত অন্যকোন খাতে বেতন হতে কোন প্রকার কাটা করা হয়ে যায় না। কোন প্রকারভেদ জরিমানা করা হয় না।
- চাকুরী নেওয়ার সময় কোন প্রকারভেদ টাকা পয়সা কাউকে দেওয়ার জন্য হয়ে যায় না।
- সকল কর্মীর বয়স ২২ বৎসরের বেশী বলতে হবে।
- শিশু শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ।
- মাতৃত্বকালীন অবসর দেওয়া হয়। মাতৃত্বকালীন অবসর সর্বমোট ১৬ সপ্তাহ বা ১১২ দিন। অর্জিত বা বাৎসরিক ছুটি প্রতি ১৮ দিনে ১ দিন। অর্জিত বা বাৎসরিক ছুটি বৎসরে ২০ দিন। উৎসব ছুটি বৎসরে ১১ দিন। অসুস্থতা সংক্রান্ত ছুটি ১৪ দিন নৈমিত্তিক ছুটি ১০ দিন ফুল বেতনে।
- বিবাহিত মহিলাকর্মীদের চাকুরী প্রদানের টাইম সে গর্ভবতী কিনা তা এক্সাম করা হয় না।
- শ্রমিককর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য রেজিষ্টার্ড এমবিবিএস ডাক্তার, প্রশিক্ষিত নার্স এবং অনেক সংখ্যা রোগের প্রতিকারক সম্বলিত ডিসপেনসারি আছে।
- প্রতিটি ফ্লোরে মুল্যবান সংখ্যক প্রাথমিক সেবা বাক্স বিদ্যমান ও তা পরিচালনার জন্য প্রশিক্ষিত সহযোগী রয়েছে।
- শ্রমিককর্মীরা তাদের অভিযোগ গোপনভাবে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্ধারিত স্থানে অভিযোগ বাক্স আছে
কাটিং কত প্রকার গার্মেন্টস কাটিং সূত্র কোয়ালিটি এক্সিকিউটিভ এর কাজ কি কাটিং কোয়ালিটি প্রশ্ন ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার এর কাজ কি গার্মেন্টস কাটিং এর কাজ গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার এর দায়িত্ব ও কর্তব্য গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ কোয়ালিটি কাকে বলে গার্মেন্টস কোয়ালিটি বই pdf
গার্মেন্টস চাকরি কোয়ালিটি গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ
কোয়ালিটি কাজ কি কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি গার্মেন্টস কোয়ালিটি বেতন কাটিং কত প্রকার গার্মেন্টস কাটিং সূত্র কোয়ালিটি এক্সিকিউটিভ এর কাজ কি