Sewing defects কত প্রকার ও কি কি?

Sewing defects কত প্রকার ও কি কি?

আজ আমরা গার্মেন্টস শিল্পে তৈরিকৃত পোষাকের ডিফেক্ট সম্পর্কে জানবো । নতুন যারা গার্মেন্টস শিল্পে কোয়ালিটির চাকরি করবে তাদের জানা দরকার । এতে খুব সহজেই সমস্যা গুলো চিনতে পারবে ।





ডিফেক্ট (defect) কত প্রকার  । 

১ . Major problem  ( বড় ধরনের সমস্যা ) ।
২ . Minor problem ( ছোট ধরনের সমস্যা ) ।
৩ . Critical problem  ( সুক্ষ ধরনের সমস্যা ) ।

সুইং নিডেল বলতে কি বুঝায়?

কিছু অলটার

ব্রকেন স্টিচঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।

● স্কিপ স্টিচঃ সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।

● প্লিটঃ সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুুঁচি পড়লে বলা হয় প্লিট

● ওপেন স্টিচঃ সেলাই এর সময় কিছু যায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।

● রয়েজ আউটঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়ার পর ভেতর থেকে কাঁচা বের হলে তাকে বলা হয় রয়েজ আউট।

ইভেন জয়েন্ট স্টিচঃ দুই মাথার সেলাই এসে জয়েন্ট না মিললে বলা হয় আন ইভেন জয়েন্ট স্টিচ।

ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে

উপরোক্ত প্রবলেমগুলোই মেইন । এছাড়া বেশকিছু অলটার বা সমস্যার নাম নিচে দেয়া হলো।

ওভার স্টিচ, হাফ স্টিচ, স্পট, হোল, ড্যামেজ, বারটেক মিসিং, ফেব্রিক ফল্ট ।

আজ এই পর্যন্ত শেষ কলছি । আবার কথা হবে নতুন কোন তথ্য নিয়ে । নতুন নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করে সাথেই থাকুন ।

Related Tag:

ডিফেক্ট কত প্রকার ও কী কী
১০ টি মেজর ডিফেক্ট এর নাম
কাটিং ডিফেক্ট কি কি
৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম
সুইং ডিফেক্ট কি?
Minor defect কি কি
গার্মেন্টস ডিফেক্ট কত প্রকার ও কি কি
ডিফেক্ট কাকে বলে

আরও পড়ুনঃ 


Post a Comment

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form