Sewing defects কত প্রকার ও কি কি?
আজ আমরা গার্মেন্টস শিল্পে তৈরিকৃত পোষাকের ডিফেক্ট সম্পর্কে জানবো । নতুন যারা গার্মেন্টস শিল্পে কোয়ালিটির চাকরি করবে তাদের জানা দরকার । এতে খুব সহজেই সমস্যা গুলো চিনতে পারবে ।
ডিফেক্ট (defect) কত প্রকার ।
১ . Major problem ( বড় ধরনের সমস্যা ) ।
২ . Minor problem ( ছোট ধরনের সমস্যা ) ।
৩ . Critical problem ( সুক্ষ ধরনের সমস্যা ) ।
সুইং নিডেল বলতে কি বুঝায়?
কিছু অলটার
● ব্রকেন স্টিচঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।
● স্কিপ স্টিচঃ সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।
● প্লিটঃ সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুুঁচি পড়লে বলা হয় প্লিট
● ওপেন স্টিচঃ সেলাই এর সময় কিছু যায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।
● রয়েজ আউটঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়ার পর ভেতর থেকে কাঁচা বের হলে তাকে বলা হয় রয়েজ আউট।
● ইভেন জয়েন্ট স্টিচঃ দুই মাথার সেলাই এসে জয়েন্ট না মিললে বলা হয় আন ইভেন জয়েন্ট স্টিচ।
ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে
উপরোক্ত প্রবলেমগুলোই মেইন । এছাড়া বেশকিছু অলটার বা সমস্যার নাম নিচে দেয়া হলো।
ওভার স্টিচ, হাফ স্টিচ, স্পট, হোল, ড্যামেজ, বারটেক মিসিং, ফেব্রিক ফল্ট ।
আজ এই পর্যন্ত শেষ কলছি । আবার কথা হবে নতুন কোন তথ্য নিয়ে । নতুন নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করে সাথেই থাকুন ।
Related Tag:
ডিফেক্ট কত প্রকার ও কী কী
১০ টি মেজর ডিফেক্ট এর নাম
কাটিং ডিফেক্ট কি কি
৫ টি ক্রিটিকাল ডিফেক্ট এর নাম
সুইং ডিফেক্ট কি?
Minor defect কি কি
গার্মেন্টস ডিফেক্ট কত প্রকার ও কি কি
ডিফেক্ট কাকে বলে
আরও পড়ুনঃ