ফিনিশিং কি ? ফিনিশিং ইনচার্জ এর কাজ কি ?

ফিনিশিং কি ? ফিনিশিং ইনচার্জ এর কাজ কি ?

যেহেতু টেক্সটাইল ফিনিশিং এর কাজ সম্পর্কে পোস্টটি করা হচ্ছে তাহলে অবশ্যই  জেনে নেয়া যাক টেক্সটাইল ফিনিশিং কি?


ফিনিশিং কি ? ফিনিশিং ইনচার্জ এর কাজ কি ?
 ফিনিশিং কি ? ফিনিশিং ইনচার্জ এর কাজ কি ? 


ফিনিশিং কি


সাধারণভাবে ফিনিশিং মানে আমরা বুঝি শেষ। কিন্তু গার্মেন্টস সেক্টরে ফিনিশিংকে কাজের শেষ বলে ধরা হয়। মানে হচ্ছে একটি প্রডাক্টের শেষ ধাপ হয় ফিনিশিং তারপর প্রোডাক্টটি বাজার বাজারজাত করার জন্য প্যাকিং করা হয

ফিনিশিংয়ের কাজ হল একটি পণ্য কে বাজারজাত করার জন্য অথবা ক্রেতার নিকট আকর্ষণীয় করে তুলতে যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয় তাই হচ্ছে ফিনিশিং প্রক্রিয়া।


ফিনিশিং এর কাজ


  • যখন কোন কাপড়কে ফিনিশিং করা হয় তখন ওই কাপড়টি মোলায়ম এবং নমনীয় হয়।
  • ফিনিশিং করার ফলে ফেব্রিক উজ্জ্বল হয়।
  • ফিনিশিং করলে ফেব্রিকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
  • ফিনিশিং করলে করলে ফেব্রিক স্মুথ বা সমান হয়।
  • ফিনিশিং করলে ফেব্রিক আকর্ষণীয় দেখায়।
  • ভালো ফিনিশিং করা পণ্য অন্যান্য কাপড়ের তুলনায় বাজারে বেশি চলে।
  • ফিনিশিং করলে ফেব্রিক আকর্ষণীয় হয়ে ওঠে।
  • ফিনিশিং করলে ফেব্রিকের যে খসখসে ভাব দূর হয়।
  • ফিনিশিং করা ফেব্রিকের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে।
  • নরমাল কোন কাপড়ের মধ্যে হেয়ারিনেস থাকে কিন্তু ফিনিশিং করা কাপড়ে হেয়ারিনেস থাকে না।

উপরোক্ত ফিনিশিং এর কাজগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয়

  • স্টেনটারিং
  • ক্যালেন্ডারিং
  • মার্সেরাইজিং
  • ওয়াটার প্রুফিং
  • সানফোরাইজিং 

ফায়ারপ্রফ ইত্যাদি পদ্ধতির সাহায্যে টেক্সটাইল ফিনিশিং এর কাজগুলো করা হয়।


কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

ফিনিশিং ইনচার্জ এর কাজ কি?


এই ফিনিশিং কাজের জন্য ফ্লোরে একজন ফিনিশিং ইনচার্জ অথবা সুপারভাইজারের দায়িত্ব পালন করে। ফিনিশিং সুপারভাইজারের কাজ হচ্ছে বায়ার যেই প্রোডাক্ট তৈরি করতে দিয়েছে হুবহু ঐরকম প্রোডাক্ট তৈরি হয়েছে কিনা তার দিকে তীক্ষ্ণ নজরদারি করা।

দেখা যায় অন্যান্য সেক্টরের যে ইনচার্জ বা সুপারভাইজার থাকে তাদের শুধু নির্দিষ্ট একটি দিক দেখাশোনা করতে হয় যেমন কাটিং, ওয়াশিং ইত্যাদি। 

কিন্তু ফিনিশিং সেক্টরের ইনচার্জ কে একসাথে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন প্রডাক্টটি ফিনিশিংয়ের পরে প্যাকিং করা হবে। বায়ার ঠিক যেরকম প্যাকিং অর্ডার করেছে ঠিক এরকম প্যাকিং দিয়েই ডেলিভারি সব বন্ধ করতে হবে। প্রত্যেকটি প্যাকেটের উপরে বিভিন্ন রকম লেভেল লাগানো থাকে। তাই প্রত্যেকটি ধাপকেই ভালোভাবে নজরদারি করতে হয়। 

টেক্সটাইলের একদম কমন কিছু প্রশ্ন এবং উত্তর

ফিনিশিং যেহেতু সর্বশেষ তাই ফিনিশিং ইনচার্জকে প্রত্যেকটা দিক ভালভাবে খেয়াল রাখতে হয়, প্রত্যেকটি কাপড়ের লেভেল লাগানো আছে কিনা, কাপড়ের রং এর কোয়ালিটি, কাপড়ের গুণগতমান, কাপড়ের আইরন ইত্যাদি সমস্ত কিছু বাজারের চাহিদা অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা তা দেখা একজন ফিনিশিং ইনচার্জে দায়িত্ব।



আরও পরুন:

➤ কাটিং / Cutting কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি
➤ ফিনিশিং বিভাগ এর সকল নিয়ম কানুন । কি কি মেনে চলতে হবে
➤ ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ দায়িত্ব ও কর্তব্য
➤ গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর
➤ গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়?
➤ Sewing defects কত প্রকার ও কি কি?
➤ কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি কি?
➤ কোয়ালিটি কত প্রকার? কোয়ালিটি কন্ট্রোল কেন গুরত্বপূর্ণ?
➤ কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
➤ QA ও QC এর পার্থক্য কি ?



1 Comments

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form