সিনজিং কি এবং সিনজিং এর শ্রেনীবিভাগ

সিনজিং কি এবং সিনজিং এর শ্রেনীবিভাগ

সিনজিং কি এবং  সিনজিং এর শ্রেনীবিভাগ
সিনজিং কি এবং  সিনজিং এর শ্রেনীবিভাগ



নিন্মলিখিত প্রিট্রিটমেন্টসমূহ ওয়েট প্রসেস এ করা হয়ে থাকে:

i)সিনজিং
ii)ডিসাইজিং
iii)স্কাওয়ারিং
iv)ব্লিচিং
v)মার্সেরাইজিং

i)সিনজিং (Singeing): যে পদ্ধতির মাধ্যমে কাপড়ের পৃষ্ঠে অবস্হিত প্রজেক্টিং ফাইবার, হেয়ারি ফাইবার, আলগা সুতা ইত্যাদী পুড়িয়ে ফেলে কাপড়কে মসৃন করা হয় তাকে সিনজিং বলা হয়।

সিনজিং এর শ্রেনীবিভাগ:

প্রধানত তিন ধরনের সিনজিং মেশিন ব্যবহত হয়ে থাকে।
১)গ্যাস সিনজিং মেশিন (Gas Singeing Machine)
২)প্লেট সিনজিং মেশিন (Plate Singeing Machine)
৩)রোটারি সিলিন্ডার সিনজিং মেশিন (Rotary Cylender Singeing Machine)

গ্যাস সিনজিং মেশিন :
 
সিনজিং কি এবং  সিনজিং এর শ্রেনীবিভাগ
 

গ্যাস সিনজিং মেশিন অন্যান্য মেশিনের তুলনায় সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয়।এ মেশিনে এক বা একাধিক চুলা বা বার্নার ব্যবহার করা হয়।গাইড রোলারের মাধ্যমে কাপড়কে বার্নারের উপর দিয়ে দ্রুতগতিতে চালানা করা হয়।প্রথমে চলমান কাপড়কে একটি ব্রাশ কাপড়ের সাথে মিশে থাকা আশঁগুলোকে খাড়া করে দেয়, ফলে গ্যাসের সংস্পর্শে আসার সাথে সাথে আশঁগুলো পুড়ে যায়।

Post a Comment

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form