টেক্সটাইল জবের আগে নিজেকে তৈরী করবেন যেভাবে

টেক্সটাইল জবের আগে নিজেকে তৈরী করবেন যেভাবে:


যা করবেন নাঃ

**আপনাকে নিয়ে অন্যের বিরূপ মন্তব্য শুনতে গিয়ে রেগে যাবেন না।
**কোনো বিষয়ে বিরক্ত হলে তা না বলে চুপ করে থাকবেন না
**কোনো ব্যাপার অসহ্য মনে হলে নীরব থাকবেন না
**অন্যের ইচ্ছায় কথা বলবেন না, অন্যে চাইলেই বলতে থাকবেন না
**প্রয়োজনের সময় সাহায্য না চেয়ে চুপ করে থাকবেন না
**অন্যায় বা অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না
**কোনো বিষয় বুঝতে না পারলেও চুপ করে থাকবেন না
**সৌজন্য না পাওয়াকে মেনে নেবেন না


যা করতে হবেঃ
টেক্সটাইল জবের আগে নিজেকে তৈরী করবেন যেভাবে

** যখন দরকার তখন সাহায্য চাইতে শিখুন
**কেউ অন্যায় বা অন্যায় দাবি করলে ‘না’ বলতে শিখুন
**কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সরাসরি বলুন, আরও তথ্য চান
**এতটুকু লজ্জা বা অস্বস্তিতে না পড়ে সৌজন্য দেখানোর মতো সৌজন্য পেতেও শিখুন
** কোনো বিষয়ে আপনি বিরক্ত হলে বলতে শিখুন সরাসরি
**কোনো বিষয় সহ্য করতে না পারলে সরাসরি বলুন
**নিজের উদ্যোগে কথা বলতে শুরু করুন।
**কথা শেষ করুন নিজের ইচ্ছায়।
** আপনার সম্পর্কে অন্যের বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মাথা ঠান্ডা রেখে শুনতে শিখুন।
** বিচার করতে শিখুন আপনার সম্পর্কে অন্যের প্রতিক্রিয়াকে।


লিখেছেনঃ শবনম জেসি,
বি এস সি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

Related Tag:

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বেতন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার পর সরকারি চাকরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কাজ কি টেক্সটাইল বলতে কি বুঝায় টেক্সটাইল এর কাজ কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ


আরও পড়ুনঃ 

➤ টেক্সটাইল জবের আগে যে বিষয় গুলি জেনে রাখা উচিৎ
➤ নিজেকে তৈরী করবেন যেভাবে
➤ ইন্টার্নিতে কিছুটা হলেও শেখা দরকার
➤ টেক্সটাইল এ মেজর সাবজেক্ট নিয়ে বিভ্রান্তি
➤ মসলিন শিল্পের ইতিহাস
➤ বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন বিভাগ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা
➤ টেক্সটাইলে জব এগ্রিমেন্ট করবো কি না
➤ টেক্সটাইল উদ্যোক্তা হওয়ার উপায়
➤ মেয়েদের জন্য পেশা হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

Post a Comment

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form