স্কাওয়ারিং এবং ব্লিচিং এর উদ্দেশ্য
যে পক্রিয়ার মাধ্যমে অ্যালকালী অথবা ডিটারজেন্ট
যোগে টেক্সটাইল দ্রব্যাদি থেকে তেল, চর্বি, মোম এবং অপদ্রব্য দূর করা হয় এবং টেক্সটাইল
দ্রব্যাদিকে পরিস্কার ও পানি শোষন ক্ষমতা বৃদ্দি
করা হয় তাকে স্কাওয়ারিং বলে।
স্কাওয়ারিং এর প্রয়োজনীয়তা :
১)টেক্সটাইল দ্রব্যের
ভৌত ও রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে তার শোষন ক্ষমতা বৃদ্দি পায়।
২)টেক্সটাইল দ্রব্য
হতে প্রাকৃতিক এবং যোগকৃত অপদ্রব্য যেমন-তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য ইত্যাদি
দূর করা হয়।
৩)অ্যালকালী সহযোগে
কাপড়কে পরিস্কার করা।
৪)ব্লিচিং প্রক্রিয়ার
সাহায্য প্রাকৃতিক রং দূর করার ক্ষেত্রে কাপড়কে উপযোগী করে তোলা।
৫)সেলুলোজের কোন
ক্ষতি না করে নন-সেলুলোজিক পদার্থ দূর করা।
ব্লিচিং : যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল
সামগ্রী হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ দূর করে ধবধবে সাদা করা হয় তাকে ব্লিচিং বলে।
ব্লিচিং এর উদ্দেশ্যঃ
১)কাপড় হতে প্রাকৃতিক
রং দূর করে।
২)কাপড়কে স্হায়ী
ধবধবে সাদা করে।
৩)কাপড়ের শোষন
ক্ষমতা বৃদ্দি করে।
৪)পরবর্তী প্রক্রিয়াগুলোকে
সময় শ্রম ও কেমিক্যাল সাশ্রয় করা।
৫)কাপড় ব্লিচিং
করা হলে ডাইং এ সুষম শেড পাওয়া যায়।
ব্লিচিং কতো প্রকারঃ
ব্লিচিং এজেন্ট
ব্যবহারের উপর ভিত্তি করে ব্লিচিংকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা:
i)অক্সিডাইজিং
ব্লিচিং এজেন্ট (Oxidizing bleaching agent)
ii)রিডিউসিং ব্লিচিং
এজেন্ট (Reducing bleaching agent)