টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু ভাইবা প্রশ্ন এবং তার উত্তরঃ(পর্ব -২)
৫৬.সিল্ক এর MR% কত?
উত্তর: ১১%
৫৭. টু-ইস্ট কত প্রকার?
উত্তর: ২ প্রকার,
S & Z twist
৫৮.রিং ইয়ারন কোন টু-ইস্ট এ বানন হয়?
উত্তর: Z twist
৫৯.রোটর ইয়ারন কোন টুইস্ট প্রসেস?
উত্তর: S twist
উত্তর: ভর ফিক্সট।
৬১.কটন এর ফাইননেস কি দিয়া নির্ধারন করা হয়?
উত্তর: মাক্রোনিয়ার ভ্যালু।
উত্তর: ফাইবারের এভারেজ লেংথ কে বলা হয় স্টেপল লেংথ।
৬২. পিচ কি?
উত্তর: ১টি নিডেল থেকে অন্য ১টি নিডেলের ডিসটেন্স কে পিচ
বলে।
উত্তর: ২ প্রকার, warp & weft knitting.
উত্তর: নিডেল, কেম, সিনকার, গাইড।
৬৫. Weft knitting এর ইলিমেন্ট
কি কি?
উত্তর: নিডেল,
সিনকার, কেম।
৬৬.কত সেট সুতা
ব্যবহার করা হয় নিটিং করতে?
উত্তর : ১ সেট সুতা।
৬৭. কত সেট সুতা ব্যবহার করা হয় ওইভিং করতে?
উত্তর : ২ সেট সুতা।
উত্তর: ৩ প্রকার।
লেচ নিডেল, বিয়ারড নিডেল, কমপাউন্ড নিডেল।
৬৯.নিটের কাপড় কত ধরনের হয়?
উত্তর: ২ ধরনের,
cutting & sew knit wear.
৭০. নিটিং এর স্টিচ
কত প্রকার?
উত্তর: ৩ প্রকার।
নিট স্টিচ, টাক স্টিচ & মিস স্টিচ।
৭১.কেম কত প্রকার?
উতর: Cam সাধারণত ৪ ধরনের হয়ে থাকে যথাঃ স্টিচ Cam, Rising Cam, গার্ড Cam এবং Upthrow Cam
৭২. M:L রেশিও কেন
ইম্পরটেন্ট ডাইং এর জন্য?
উত্তর : M:L ছারা প্রয়োজনীয়
পরিমান ডাইছ,
কেমিক্যাল, পানি নিতে পারব না
ডাইং &
ওয়াশিং এর জন্য তাই
M:L
ইমপরটেন্ট।
৭৩.গার্মেন্টস ওয়াশিং এ কি কি কেমিক্যাল একশন হয়?
উত্তর: ৩টি,
রেগুলার (ব্লিচ
ওয়াশ)
ইরেগুলার (এসিড
ওয়াশ) &
লোকাল (পি পি
ইসপ্রে,
পি পি সপুনজ)
৭৪. Main Factor of the Action of Washing ?
উত্তর: টাইম, টেমপারাচার, মেকানিক্যাক একশন, কেমিক্যাল
একশন।
৭৫. কস্টিং & প্রাইজিং কি?
উত্তর: কস্টিং হল
টুটাল কনজামশন অব গার্মেন্টস যেখানে
প্রফিট এড থাকে না।
কস্টিং এর সাথে যখন প্রফিট যুক্ত থাকব তখন একে প্রাইজিং বলা
হয়।
৭৬. লেবেল কত
প্রকার?
উত্তর: ৩ প্রকার, মেইন লেবেল, সাইজ লেবেল & কেয়ার লেবেল।
৭৭. জেকেটের কতট পার্টস
থাকে?
উত্তর: ৩টা,
“আপার পারটস” কল শে’ল্ল।
ইনার পারটস কল লাইনিং &
মিডেল পারস্ট কল ইন্টারলাইনিং।
৭৮. WWSC & RSWD বলতে কি বুঝায়? উত্তর”:
WWSC=
WASH WITH SIMILAR COLOR
RSWD
= RE SHAPE WHILST DAMP
৭৯.TAP
& AQL কি?
উত্তর:
TAP=
Total acceptable product in a lot
AQL=acceptable
quality limit
৭৮. বাংলাদেশের
প্রথম গারমেন্টস এর নাম কি?
উত্তর: রিয়াজ
গার্মেন্টস
৭৯. শার্ট বানানোর জন্য কয়টি সেকশন থাকে?
উত্তর: ৩টি,
কলার, কাফ & বডি সেকশন।
৮০. গার্মেন্টসে CAM এর কাজ কি?
উত্তর: সেলাই /
কাটিং /ফেব্রিক স্প্রেডিং &
মোভ করা।
৮১.CAD
এর কাজ কি?
উত্তর: গার্মেন্টস
ডিজাইন/মার্কার মেকিং / পেটার্ন
প্রিপারেশন & গ্রেডিং।
৮২.মার্কারের উদ্দেশ্য কি?
উত্তর: কাপড়ের অপচয় কমানো।
৮৩. সুইং এবং স্টিচিং এর মধ্যে মেইন পার্থক্য কি?
উত্তর: সুইং ইনভিজিবল & স্টিচ ভিজিবল।
৮৪.ইয়ারন & থ্রেড এর মেইন
পারথক্য কি?
উত্তর: ইয়ারন ব্যবহার করা হয় কাপড় প্রডিউছ করার জন্য & এইটা সিংগেল প্লাই। থ্রেড ব্যবহার করা হয় গার্মেনটস সুইং এর
জন্য & এটা একের অধিক প্লাই হতে পারে।
৮৫.কমপ্লাইন্স এর কাজ কি?
উত্তর: শ্রমিকের অধিকার & সুবিধাসমুখ এনশিউর করা।
৮৬. নিটিং কাপড়
প্রডিউস হয় কিভাবে?
উত্তর: ইন্টার লুপিং এর মাধ্যেমে।
৮৭.ওভেন কাপড় কিভাবে প্রডিউস হয়?
উত্তর: ইন্টার লেছিং এর মাধ্যেমে।
৮৯.কোন নিটিং সিস্টেমে সিংগেল ইয়ারন ব্যবহার করে ফেব্রিক প্রডিউস
হয়?
উত্তর : Weft knitting.
৯০.Warp
এর অন্য নাম কি?
উত্তর: Ends
৯১. Weft এর অন্য নাম কি?
উত্তর: পিক
৯২. নিডেল individually কাজ করে কোন নিটিং মেশিনে?
উত্তর: Weft knitting m/c
৯৩.নিডেল unitedly কাজ করে কোন নিটিং
মেশিনে?
উত্তর: Warp knitting m/c
৯৪. Held loop কোন লুপ থেকে
বড়?
উত্তর: নিট লুপ
৯৫.সিংগেল জারসি কাপড় চেনার উপায় কি?
উত্তর; Face & Back Side ভিন্ন।
৯৬.ডাবল জার্সি কাপড় চেনার উপায় কি?
উত্তর: Face এবং Back Side একই ধরনের হয়ে থাকে
৯৭. Jacquard
loom m/c এর মেক্সিমাম warp thread কন্ট্রলিং এর কেপাছিটি কত?
উত্তর: ১৮০০
৯৮. নোটেশন কাকে
বলে?
উত্তর : নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা
প্রতিক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।
৯৯. মেকানিক্যাল বন্ডিং গুলো কিকি?
উত্তর : নিডেল ফেল্টিং, স্টিচ বন্ডিং, হাইড্রোয়েনট্যাংলিং।
১০০.আন্ডারল্যাপ কাকে বলে???
উত্তর : লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য
লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।
১০১. স্ট্যাপল
পলিয়েস্টার নিট
কারখানায় কম ব্যবহৃত হয় কেন??
উত্তর ; গুটি বাধার কারনে কম
ব্যবহৃত হয়।
১০২. রৈখিক ক্যাম কাকে বলে???
উত্তর : রৈখিক Cam মানে যেই Cam এর Needle ট্র্যাক সবসময় সরলরেখায় থাকে
১০৩ নিট সুতায় মোম প্রলেপ দেয়া হয় কেন? ??
উত্তর : নিডেল যাতে বার বার না ভাংগে, ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়
১০৪. নন জ্যাকার্ড
মেশিন কত কাটের হয়?
??
উত্তর : 24।
১০৫. নন জ্যাকার্ড
মেশিন কাকে বলে?
?
উত্তর : নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা
নিটিং মেশিনকে নন জ্যাকার্ড মেশিন বলে।
১০৬. সিংগেল জার্সি
জ্যাকার্ড কাকে বলে?
?
উত্তর : সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন, যা নিট ও মিস স্টিচের
সমন্বয়ে গঠিত।
১০৭. নিট প্লেটিং
এর বিকল্প কি?
?
উত্তর : আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি
মোটিফ প্লেটিং করা হয়।
১০৮. ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে? ???
উত্তর : দুই বা ততোধিক।
১০৯. মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত
থাকে????
উত্তর : উল্লম্ব, অনুভূমিক, কোনাকুনি।
১১০. মাল্টি
অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে???
উত্তর : Warp Knit এর দ্বারা যে সব কাপর তৈরি করা হয় তা তিন বা তার বেশি স্তরের অনেক সংখ্যক সুতা সবাই একে অপরের সাথে বিভিন্ন কোণে সজ্জিত থাকে যাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে থাকে ।
১১২. সগিং মোশন কি? ?
উত্তর : সগিং মোশন বলতে বুঝানো হয় গাইড বারের Movement যা নিডেল বারের সাথে একদম সমান্তরালে থাকে
Related Tag:
টেক্সটাইল ভাইবা প্রশ্ন টেক্সটাইল জব ভাইভা স্পিনিং ভাইবা প্রশ্ন টেক্সটাইল বাংলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ডাইং এর প্রশ্ন মার্চেন্ডাইজিং ইন্টারভিউ প্রশ্ন ডাইং ফিনিশিং কোয়ালিটি textile viva pdf textile viva questions textile viva question Bangla textile viva questions SlideShare textile dyeing viva textile job exam question textile industry in Bangladesh textile question bank pdf textile viva question Bangla basic textile mcq questions and answers textile objective type questions with answers pdf textile general knowledge questions textile question bank pdf basic questions for textile engineering basic textile knowledge pdf textile viva questions SlideShare knitting viva dyeing viva washing viva garments viva qc viva question viva textile
শেষ কথা
সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য।আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নিউ নতুন বিষয় আর্টিকেল লেখার।এজন্য আপনারা যারা আপডেট কোনো ব্যপার সম্পর্কে জানতে চান তারা দিন দিন আমার সাইটকে ভিজিট করতে পারেন।
আরও পরুন: