টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু ভাইবা প্রশ্ন এবং তার উত্তরঃ(পর্ব -১)
১.প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
উত্তর: Wool ফাইবার।
২.প্রথম আবিস্কার করা Crop ফাইবার এর নাম কি?
উত্তর : ফ্লাক্স ফাইবার
৩.প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?
উত্তর: পলি এমাইড ফাইবার। Nylon Fiber.
৪.সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
উত্তর: কটন ফাইবার Cotton
৫.কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?
উত্তর: সিল্ক ফাইবার Silk
৬.ডিসপোজাল গার্মেন্টস কি?
উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে বলা হয়।
৭.ফাইবার ফিজিকেলী কত প্রকার?
উত্তর: ২ প্রকার । স্টেপল ফাইবার & ফিলামেন্ট ফাইবার।
৮.Weft নিটিং এর স্টিচ কয়টি?
উত্তর: ৩টি Plain knit Stitch, Purl Stitch & Rib Stitch
৯.কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?
উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন & কালার অথবা ডাইড কটন ফেব্রিক।
১০.প্লাই ইয়ার্ন কি?
উত্তর: ২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।
১১. কমবেড & কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?
উত্তর: কার্ডেড ইয়ার্ন
১২.সিংগেল & ডাবল জারসির মধ্যে কোনটির কারলিং টেনডেনছি প্রপারটিজ শো করে?
উত্তর: সিংগেল জারসি।
১৩.কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?
উত্তর: কার্ডিং
১৪.ডাইং এর আত্মা বলা হয় কাকে?
উত্তর: স্কাওরিং & ব্লিচিং।
১৫.বাটনের সাইজ কোন একক দিয়া মাপা হয়?
উত্তর: লাইন।
১৬.কত ধরনের ডাইং মেথড আছে & কি কি?
উত্তর: স্টোক ডাইং, টপ ডাইং, ইয়ারন ডাইং, পিচ ডাইং, গারমেন্টস ডাইং & ডোপ ডাইং মেথড।
১৭. কি কি ধরনের কেমিক্যাল প্রছেছ ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?
উত্তর: স্কাওরিং, ব্লিচিং, ব্লিচ ক্লিন আপ, ডি-সাইজিং, ফেব্রিক সফেনিং & মার্সারাইজেশন
১৯. বাইন্ডার কখন ব্যবহার করা হয়?
উত্তর: পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট ডাইং & প্রিন্টং
২০.পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?
উত্তর: কিউরিং।
টেক্সটাইল জগতের সকল সেকশন এর ভাইভা প্রশ্ন ও উত্তর সমূহ
২১. মার্সারাইজেশন এর মেইন উদেশ্য কি?
উত্তর: ফেব্রিকের Strength, luster, Absorbency বাড়াতে help করে।
২২.মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?
উত্তর: ওভেন কাপড়ে।
২৩. হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেস?
উত্তর: ওভেন সিনজিং & নিট কাপড় বায়ো-টেকনোলজি।
২৪.ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইছ দিয়া?
উত্তর: ভেট ডাইড, সালফার ডাইজ।
২৫. ভেট ডাইজের রাবিং ফাস্টনেস কত?
উত্তর: ২-৩
২৬.কালার থিওরী কয়টি & কি কি?
উত্তর: ২টি, পিগমেন্ট & লাইট থিওরী
২৭.কি দিয়া সব ধরনের কাপড় কালার করা যায়?
উত্তর: পিগমেন্ট।
২৮. টেমপোরারী ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?
উত্তর: বাই হিটিং।
২৯.ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?
উত্তর: ৩০-৬০
৩০.ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?
উত্তর: ডিরেক্ট স্লাইভার থেকে।
৩১.মসলিন কাপড়ের কাউন্ট কত?
উত্তর:৩০০ Ne
৩২.স্লাইভার এর কাউন্ট কত?
উত্তর: ০.১ Ne
৩৩.রবিং এর কাউন্ট কত?
উত্তর: ১-৩ Ne
৩৪.পপলিনের কাউন্ট কত?
উত্তর: 40 Ne
৩৫.লংগির কাউন্ট কত?
উত্তর:৩০ Ne
৩৬.নরমাল শার্টের কাউন্ট কত?
উত্তর: ৩০-৪০
৩৭. ভয়েল ফেব্রিকের কাউন্ট?
উত্তর: ৬০
৩৮.ড্রইং মেশিনের কাজ কি?
উত্তর: ড্রইং , ডাবলিং & ড্রাফটিং।
৩৯.সিমপ্লেক্স মেশিনের ইনপুট & আউট পুট কি?
উত্তর: ড্রইং স্লাইভার – রবিং
টেক্সটাইল INTERVIEW দেওয়ার পূর্বে আপনার যা প্রস্তুতি প্রয়োজন
৪০.রিং ফ্রেম মেশিনের ইনপুট & আউটপুট কি?
উত্তর: রবিং – ইয়ার্ন
৪১. ড্রোইং মেশিনের ইনপুট & আউটপুট কি?
উত্তর: স্লাইভার।
৪২.কম্বার মেশিনের ইনপুট & আউটপুট কি?
উত্তর: লেপ – স্লাইভার।
৪৩.সুপার লেপ ফরমার মেশিনের ইনপুট & আউটপুট কি?
উত্তর: ড্রইং স্লাইভার – লেপ।
৪৪.ড্রইং মেশিনে কয়টি কেম ফিট করতে হয়?
উত্তর: ৬-৮টি।
৪৫.রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলে?
উত্তর: pneumafil
৪৬. কম্বার মেশিনের ওয়েস্ট কে কি বলা হয়?
উত্তর: noile এইটা ১২-১৮% হতে পারে।
৪৭. ডাইং এর ইম্পরটেন্ট বিষয় কয়টি?
উত্তর: ২টি , কালার ফাস্টনেস & কালার মেচিং
৪৮.সেল্ফ শেড কি?
উত্তর: ১টি মাত্র ডাইছ দিয়া কাপড় রং করাকে সেল্ফ শেড বলে।
৪৯.টোনাল ডিফারেন্স কি?
উত্তর: ১টি কালারের সাথে অন্য কালারের টোন পার্থক্য কে বলে।
৫০. নেপ কাউন্ট কি?
উত্তর: ১ইঞ্চ স্কায়ার এ যতটা নেপ থাকে তাকে বলে।
৫১. ডাইং এর ইউটিলিটজ কি কি?
উত্তর: পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস….
৫২.টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম স্ট্রেনথ কত?
উত্তর: 6 CN/TEX
৫৩.কটন এর MR% মানে ময়সচার রিগেইন % কত?
উত্তর: ৮.৫%
৫৪. উল এর MR% কত?
উত্তর: ১৬%
৫৫.পলিএস্টার এর MR% কত?
উত্তর: ০.৪%
Related Tag:
টেক্সটাইল
ভাইবা প্রশ্ন টেক্সটাইল জব ভাইভা স্পিনিং
ভাইবা প্রশ্ন টেক্সটাইল বাংলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ডাইং এর প্রশ্ন
মার্চেন্ডাইজিং ইন্টারভিউ প্রশ্ন ডাইং ফিনিশিং কোয়ালিটি
textile viva pdf textile viva questions textile viva question bangla textile
viva questions slideshare textile dyeing viva textile job exam question textile
industry in Bangladesh textile question bank pdf textile viva question bangla
basic textile mcq questions and answers textile objective type questions with
answers pdf textile general knowledge questions textile question bank pdf basic
questions for textile engineering basic textile knowledge pdf textile viva
questions slideshare
শেষ কথা
সম্মানিত ভিউয়ারস , আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য।আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নিউ নতুন বিষয় আর্টিকেল লেখার।এজন্য আপনারা যারা আপডেট কোনো ব্যপার সম্পর্কে জানতে চান তারা
আরও পরুন: