গার্মেন্টস ডাইং, ওয়াশিং এবং ফিনিশিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

গার্মেন্টস ডাইং, ওয়াশিং এবং ফিনিশিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর


গার্মেন্টস ডাইং, ওয়াশিং এবং ফিনিশিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
গার্মেন্টস ডাইং, ওয়াশিং এবং ফিনিশিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর


প্রশ্ন. গার্মেন্টস ডাইং কেন করা হয়?
উত্তরঃ তৈরিকৃত পোশাকের কাপড় উজ্জ্বল করা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

প্রশ্ন. কটন পোশাকের জন্য কোন ডাই ব্যবহার করা হয়?
উত্তরঃ ডাইরেক্ট ডাই।

প্রশ্ন. পলিয়েস্টার পোশাকের জন্য কোন ডাই ব্যবহার করা হয়?
উত্তরঃ ডিসপার্স ডাই।

প্রশ্ন. সিল্ক কাপড়ের ক্ষেত্রে কোন ডাইন ব্যবহার করা হয়?
উত্তরঃ রিয়্যাকটিভ ডাই।

প্রশ্ন. কয়েকটি গার্মেন্টস ডাইং মেশিনের নাম লিখ।
উত্তরঃ জিগার ডাইং মেশিন, উইঞ্চ ডাইং মেশিন, জেট ডাইং মেশিন ইত্যাদি।

প্রশ্ন. পলিয়েস্টার কাপড় ডাইং তাপমাত্রা কত?
উত্তরঃ ১৩০º সেলসিয়াস।

প্রশ্ন. গার্মেন্টস ওয়াশিং বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পোশাককে ধৌত করে এর মধ্যস্থ ময়লা, অপদ্রব্যসমূহ দূর করে পোশাককে পরিষ্কার করা হয়, তাকে গার্মেন্টস ওয়াশিং বলে।

প্রশ্ন. গার্মেন্টস ওয়াশিং প্রধানত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ . ড্রাইং ওয়াশিং, . ওয়াটার ওয়াশিং।
প্রশ্ন. গার্মেন্টস ওয়াশিং এর পদ্ধতি কয়টি?
উত্তরঃ প্রধানত দুইটি। যথাঃ . স্টোন ওয়াশিং, . কেমিক্যাল ওয়াশিং।

প্রশ্ন১০. ব্লিচিং ওয়াশিন কত তাপমাত্রায় সম্পন্ন হয়?
উত্তরঃ ৯০º সেলসিয়াস।

প্রশ্ন১১. পিগমেন্ট ওয়াশিং কত তাপমাত্রায় করা হয়?
উত্তরঃ ৬০º সেলসিয়াস।

প্রশ্ন১২. স্টাইল অব ওয়াশিং কি?
উত্তরঃ বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা কিছু শর্ত সাপেক্ষে বিভিন্ন আঁশ দ্বারা তৈরি পোশাককে যে কৌশলে ওয়াশিং করা হয়, তাকে স্টাইল অব ওয়াশিং বলে।

প্রশ্ন১৩. গার্মেন্টস ওয়াশিং ব্যবহৃত ম্যাটেরিয়াল লিকারের অনুপাত কত?
উত্তরঃ ওয়াশিং মেশিন ব্যবহার করে ওয়াশিং করলে ১ঃ বা ৫ঃ এবং ওয়াশিং মেশিন ছাড়া ওয়াশিং করলে ১ঃ ১০ বা ১ঃ ১২

প্রশ্ন১৪. স্টোন ওয়াশিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ পোশাক বা কাপড় ওয়াশিং এর যে প্রক্রিয়ায় পাথর বা স্টোন ব্যবহার করা হয়, তাকে স্টোন ওয়াশিং বলে।

প্রশ্ন১৫. কোন প্রকৃতির পোশাককে স্টোন ওয়াশ করা হয়?
উত্তরঃ প্রধানত জিন্স ডেনিম এর শার্ট ইত্যাদি।

প্রশ্ন১৬. মাংকি ওয়াশ কি?
উত্তরঃ পটাশিয়াম পার কার্বনেট দ্রবণে কাপড়ের নির্দিষ্ট অংশ ডুবিয়ে যে ওয়াশ করা হয়, তাকে মাংকি ওয়াশ বলে।
প্রশ্ন১৭. ড্রাই ওয়াশ কি?
উত্তরঃ পোশাককে কোন প্রকার পানিতে না ভিজিয়ে ময়লা অপসারণ করে শুষ্ক পদ্ধতিতে বিভিন্ন কেমিক্যাল দ্বারা পোশাক পরিষ্কার করা হয়, তাকে ড্রাই ওয়াশ বলে।

প্রশ্ন১৮. ড্রাই ওয়াশের তাপমাত্রা কত?
উত্তরঃ ১১০º সেলসিয়াস।

প্রশ্ন১৯.  ব্লিচিং ওয়াশিং এর প্রধান রাসায়নিক পদার্থ কি?
উত্তরঃ কস্টিক সোডা।

প্রশ্ন২০. কেমিক্যাল ওয়াশিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে ওয়াশিং প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ পোশাককে কেমিক্যাল ব্যবহার করে এর মধ্যস্থ ময়লা, অপদ্রব্য দূর করে পরিষ্কার করা হয়, তাকে কেমিক্যাল ওয়াশিং বলে।

প্রশ্ন২১. পোশাক ফিনিশিং কি?
উত্তরঃ পোশাক প্রস্তুতের পর তা ক্রেতার নিকট আকর্ষনীয় করার পোশাককে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে বা প্রেসিং, ফোল্ডিং প্যাকিং করা হয়, তাকে পোশাক ফিনিশিং বলে।

প্রশ্ন২২. ফোল্ডিং কি?
উত্তরঃ প্রেসিং করার পর নির্দিষ্ট আয়তনে পোশাক ভাঁজ করে রাখাকে ফোল্ডিং বলে।

প্রশ্ন২৩. প্রেসিং এর অপর নাম কি?
উত্তরঃ আয়রনিং।

প্রশ্ন২৪. ফোল্ডিং কত প্রকার কি কি?
উত্তরঃ তিন প্রকার। যথাঃ . শার্টের ফোল্ডিং, . প্যান্টের ফোল্ডিং, . জ্যাকেটের ফোল্ডিং।

প্রশ্ন২৫. শার্টের ফোল্ডিংগুলোর নাম লিখ।
উত্তরঃ . স্ট্যান্ড আপ, . সেমি স্ট্যান্ড আপ, . ফ্ল্যাট প্যাক .হ্যাঙ্গার প্যাক ফোল্ডিং।

প্রশ্ন২৬. প্রেসিং বা আয়রনিং কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ার দ্বারা পোশাকের মধ্যস্থ অনাকাঙ্ক্ষিত ভাঁজ বা কোঁকড়ানো অবস্থাকে দূর করে পোশাকের মসৃণতা, চাকচিক্যতা, সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাকে প্রেসিং বলে।

প্রশ্ন২৭. প্যাকিং কাকে বলে?
উত্তরঃ ফোল্ডিং করার পর পোশাককে ধুলাবালি অন্যান্য ময়লার হাত থেকে রক্ষার জন্য বাজার উপযোগী করার জন্য যে পলি ব্যাগে সংরক্ষণ করা হয়, তাকে প্যাকিং বলে।

প্রশ্ন২৮. অ্যাসর্টমেন্ট বলতে কি বুঝ?
উত্তরঃ অ্যাসর্টমেন্ট বলতে সংগ্রহকরণ বা কোন কোন ক্ষেত্রে শ্রেনিবিন্যস্তকরণকেই বুঝায়।

প্রশ্ন২৯. ডি-লাসচারিং অর্থ কি?
উত্তরঃ রঙের উজ্জ্বলতা কমিয়ে বিশেষ বৈচিত্র আনয়ন করা।

প্রশ্ন৩০. ব্রাইটেনিং ফিনিশিং কি?
উত্তরঃ টেক্সটাইল দ্রব্য বা কাপড়ে অতিমাত্রায় শুভ্রতা আনয়নের জন্য যে কেমিক্যাল ব্যবহার করে বিশেষ ধরনের ফিনিশিং করা হয়, তাকে ব্রাইটেনিং ফিনিশিং বলে।
প্রশ্ন৩১. ব্রাইটেনিং প্রণালি কত তাপমাত্রায় করা হয়?
উত্তরঃ ৪০º থেকে ৬০º সেলসিয়াস।

প্রশ্ন৩২. স্টিম কি?
উত্তরঃ কোন পাত্রে পানি রেখে তাতে উচ্চ তাপে পানি ফুটিয়ে যে বাষ্প তৈরি করা হয়, তাকে স্টিম বলে।

প্রশ্ন৩৩. পোশাকশিল্পে কেন স্টিম ব্যবহৃত হয়?
উত্তরঃ পোশাক অতি সহজে শুকানোর জন্য, রং স্থায়ী করার জন্য এবং আয়রনিং এর জন্য।

প্রশ্ন৩৪. পোশাকশিল্পে কাপড় শুকানোর জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ড্রাইং মেশিন ব্যবহার করা হয়।

প্রশ্ন৩৫. গার্মেন্টস শিল্পে কোন ধরনের আয়রন বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ স্টিম আয়রন।


Related Tag:

কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ প্রশ্ন কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন PDF নিটিং কোয়ালিটির কাজ কি কম্পেক্টিং মেশিনের কাজ লে কত প্রকার নিটিং মেশিন ডিজাইন গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট গার্মেন্টস ভাইবা প্রশ্ন গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন pdf গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর গার্মেন্টস কি
কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ প্রশ্ন গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ

আরও পরুন:


Post a Comment

Thanks for your comments

Previous Post Next Post

Contact Form